AmaderBarisal.com Logo

আগৈলঝাড়া সেচে পানির জন্য কৃষকদের বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার ৪:৪২:০৮ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্র

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কৃষকদের পানির সংকটের কারণে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল করেন কৃষকরা। পরে সমস্যা নিরসনে বিক্ষুব্ধ চাষি, কৃষি কর্মকর্তা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট লোকজন নিয়ে বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস।

কৃষকরা জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উন্নয়নকাজের জন্য প্রধান খালে দেয়া একাধিক বাঁধের কারণে চাষাবাদের শুরুতেই পানির সংকটে পড়েন কৃষকরা। এ অবস্থায় উপজেলা প্রশাসন খালের বাঁধ কেটে দেয়। এরপরও কাটা বাঁধের অংশ দিয়ে খালে জোয়ারের পানি প্রবাহ হচ্ছে না। ফলে এখনও পানির অভাবে জমিতে ধানের চারা রোপণ করতে পারছেন না তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস বলেন, এলাকার উন্নয়ন ও চাষাবাদের পানি সংকটের ব্যাপারে স্থানীয় এমপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।