রাজধানীতে বাসচাপায় বরিশালের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত
রাজধানীর সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসচাপায় আলী আশরাফ (৬৮) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় পুরাতন
বাসস্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ পরিবারের কাছে
হস্তান্তর করেছে পুলিশ।
নিহত আলী আশরাফ বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের মৃত জনাব
আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোরে
সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্বকালীন অবসর গ্রহণ করেন। সাভারে নবীনগরের
কুঁরগাও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |