বাকেরগঞ্জে শাবল দিয়ে যুবককে হত্যা, আটক ৪
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকা থেকে প্রিন্স হাওলাদার (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার গারুরিয়া ইউনিয়নের খরাবাদ গ্রামের একটি দোকানের পেছন থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সে খয়রাবাদ এলাকার মো. নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়েজ আহমেদ বলেন, সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সড়কের পাশে মোটরসাইকেল ও তার মরদেহ
পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার
করে।
তিনি বলেন, প্রিন্স হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ
থেকে রক্তমাখা একটি শাবল উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের শাবলের আঘাতে
প্রচুর রক্তক্ষরণ হয়ে প্রিন্স হাওলাদারের মৃত্যু হয়েছে বলে ধারণা করা
হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে
বলা যাবে।
বাকেরগঞ্জ থানার ওসি আ স ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে। তা ছাড়া হত্যাকারী চারজনের মধ্যে রাসেল নামে একজনের কাছ থেকে প্রিন্সের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |