AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত


আমাদেরবরিশাল.কম

১১ মার্চ ২০১৯ সোমবার ২:১৩:৪৯ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্র

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কের দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনায় কভারভ্যানের সামনের অংশ এবং একটি যাত্রীবাহি বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, ট্রাকের সামনের অংশ থেকে হেলপার মো. সাইফুল সিকদারকে (৩) আহতাবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, কাভার্ডভ্যান ও বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।