AmaderBarisal.com Logo

বাউফলের ওসির সিদ্ধান্তে পাল্টে গেল কৃষকের ভাগ্য


আমাদেরবরিশাল.কম

১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার ৫:৪৩:৫৫ অপরাহ্ন

বাউফলের ওসির সিদ্ধান্তে পাল্টে গেল কৃষকের ভাগ্য

কৃষ্ণ কর্মকার. বাউফল::: লাঙ্গল যার জমি তার এমন একটি উদ্দ্যোগ নেওয়ার ফলে, এ বছর পটুয়াখালীর বাউফল থানায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে কোন মামলা হয়নি। হয়নি কোন হানা হানি, উপজেলায় এ বছর এটি একটি বিরল ঘটনা। এ বিরল ঘটনাটির পিছনে যার ভূমিকা তিনি হলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান। কর্মকর্তা তার নিজ চেষ্টায় সফল ও হয়েছেন। কর্মকর্তা সফল হওয়ায় সুফল ভোগ করেছেন এলাকার প্রান্তিক কৃষক।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাউফল উপজেলার ছোট বড় ১৯টি চরের মধ্যে ১১টি চর মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন। বরিশালের বাকেরগঞ্জ এবং ভোলার বোরহানউদ্দিনের সীমান্তবর্তী এসব চরে খাসজমি রয়েছে ৬ হাজার ৬৩২ একর। তবে বেসরকারিভাবে এর পরিমাণ দ্বিগুণ হবে বলে একাধিক বেসরকারী প্রতিষ্ঠান। এসব জমি বন্দোবস্ত ছাড়াও চরের কিছু খাসজমি চাষাবাদ করেন স্থানীয় ভূমিহীন কৃষকরা। প্রতি বছরের মতো এবারও তারা চাষ করেছেন। কিন্তু বিগত বছর গুলোতে যখনই ধানে রং ধরতো তখনই কতিপয় লাঠিয়াল ও জোতদার বাহিনী তাদের দাবি করে লুট করতে ব্যাস্ত হয়ে পড়ত। ফলে হামলা-পাল্টা হামলা ও মামলা হওয়ার মতন ঘটনা ঘটতো। কিন্তু এ বছর তার বিপরীত। কোন প্রকার সহিংতা ছাড়াই প্রকৃত ভূমিহীন কৃষকরা তাদের কষ্ঠার্জিত সোনালী ফসল জমি থেকে কেটে ঘড়ে নিতে পেরেছেন।

উপজেলার ছোট বড় ১৯টি চর নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রান্তিক কৃষক সাহেব আলী বলেন, এ ইউনিয়নে এমন ঘটনা এই প্রথম, কোন প্রকার সহিংসতা ছাড়াই চাষী তার কর্ষ্টার্জিত ফসল নির্ভিগ্নে ঘরে তুলতে পেড়েছেন।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ উপজেলায় খাস জমি নিয়ে দির্ঘ বছর ধরে বিরোধ ছিল। এলাকার ভূমিহীন কৃষকরা নিজ খরচায় জমি চাষ করত, আর ধান পাকলে প্রভাবশালীরা গায়ের জোরে পাকাধান কেটে নিয়ে যতে। এ নিয়ে পক্ষ বিপক্ষ গ্রুপ হয়ে একের পড় এক মামলা হতো। আমি এ থানায় যোগ দেওয়ার পড় সংশ্লিদের জানিয়ে দিলাম লাঙ্গল যার জমি তার, যে চাষী চাষ করবে সেই চাষি ফসল তুলবে। এমন একটি ঘোষনায় এ বছর ধানকাটা নিয়ে বাউফল থানায় একটিও মামলা হয়নি।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।