AmaderBarisal.com Logo

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন স্থগিত, পিরোজপুরের এসপিসহ ৩ ওসি প্রত্যাহার


আমাদেরবরিশাল.কম

২৯ মার্চ ২০১৯ শুক্রবার ১:৫৪:৩৫ পূর্বাহ্ন

ইসি

নিজস্ব প্রতিবেদক ও মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠতব্য উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বেশ কিছু দিন ধরে মঠবাড়িয়ায় নির্বাচনকে ঘিরে দাঙ্গা হাঙ্গামায় নির্বাচনী শান্তি শৃঙ্খলা বিঘিন্ত হওয়ার কারণে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন নির্বাচন সাময়িক স্থগিতাদেশ দেয়।

এদিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. শওকত আনোয়ার ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানাযায়।

আদেশ সূত্রে জানাগেছে, ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় নির্বাচনী সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবিরকে প্রত্যাহারের সিদ্ধান্ত প্রদান করেছেন। অন্য একজন সমপদের কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা গ্রহন পূর্বক সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল। মঠবাড়িয়ার ওসি এম আর শওকত আনোয়ার ইসলামকে প্রত্যাহারের বিষয়েও একই কথা উল্লেখ আছে। প্রত্যাহারের আদেশের চিঠি পুলিশ মহা পরিদর্শক এর কাছে পাঠনো হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ভারপ্রাপ্ত) মো. আখলাকুর রহমান স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এ মর্মে দপ্তরে সন্ধ্যা সাতটার দিকে স্থগিতাদেশ পত্র পৌঁছেছে।

এদিকে নির্বাচনী প্রচারণার শেষ মূহুর্তে এসে নির্বাচন স্থগিদেশের খবরে জনমনে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচার-প্রচারণাও থমকে গেছে।

এদিকে বরগুনার আমতলী ও ভোলার তজুমদ্দিন থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।