AmaderBarisal.com Logo

৫ দাবিতে বিএম কলেজে বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

৮ এপ্রিল ২০১৯ সোমবার ৪:৩৬:২৪ অপরাহ্ন

bm-college-building-logo বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাস
ফাইল ছবি

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে।

আজ সোমবার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে বিএম কলেজের অধ্যক্ষের কাছে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি দেওয়া হয়। 

শিক্ষার্থীরা জানান, লাহারহাট, বাকেরগঞ্জ, ঝালকাঠি, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া রুটে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে। যতোদিন নিজস্ব বাস আসবে না, ততোদিন ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন বাস বাতিল করে সবরুটে নতুন বাস দেওয়াসহ আরো দাবি জানানো হয়েছে। এছাড়া বাস ছাড়ার সময়ও পরিবর্তনের দাবি করা হয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।