AmaderBarisal.com Logo

শিক্ষক নির্যাত‌নের কারখানা বরিশাল বিশ্ব‌বিদ্যালয় : শিক্ষক সমিতি


আমাদেরবরিশাল.কম

১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার ১:৪১:০৩ অপরাহ্ন

অগ্রযাত্রার সাত বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়

৮ দফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ববি) শিক্ষকরা।

আজ বৃহস্প‌তিবার সকালে প্রশাস‌নিক ভব‌নের নিচতলায় এ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ব‌বি শিক্ষক স‌মিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ব‌বিদ্যালয়ে বর্তমা‌নে শিক্ষক নির্যাত‌নের কারখানায় প‌রিণত হ‌য়ে‌ছে। এখা‌নে নেই  কো‌নো শিক্ষার প‌রি‌বেশ।

এর ম‌ধ্যে অন্যতম, সি‌ন্ডি‌কে‌টের ৫৮তম সভা অনুসা‌রে শিক্ষ‌কের পদন্ন‌তিতে জ‌টিলতা শুরু হওয়ায় তা বা‌তি‌লের দাবি জানা‌নো হ‌য়ে‌ছে। শিক্ষক‌দের সি‌নিয়‌রি‌টি এবং চেয়ারম্যান নি‌য়োগে অ‌নিয়ম দূর করার দাবি জানা‌নো হয়। পাশাপা‌শি শিক্ষা ছু‌টি‌তে অনিয়ম এবং পক্ষপাতমূলক আচরণ বন্ধ করার দাবিও রয়েছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।