AmaderBarisal.com Logo

বেতাগীতে আগুনেও অক্ষত ‘কোরআন’


আমাদেরবরিশাল.কম

১২ এপ্রিল ২০১৯ শুক্রবার ১:৪৫:৩৮ অপরাহ্ন

বেতাগীতে আগুনেও অক্ষত ‘কোরআন’

বেতাগী (বরগুনা) প্রতিনিধি ::: সবকিছু আগুনে পুড়ে স্বর্বস্ব হলেও বেতাগীতে অক্ষত অবস্থায় রয়েছে কোরআন শরীফ। হাজার হাজার মানুষ তা দেখে হতবাক হয়েছে।

আশ্চর্য জনক হলেও সত্য দোকানের ভেতরে রাখা সকল গ্যাসসিলিন্ডার ভস্মিভ’ত হলেও যে পেট্রোলের ব্যারেল উপর কোরআন শরীফ রাখা ছিল সেটিরও কোন ক্ষতিসাধন হয়নি।

জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার বেতাগী বাসষ্ট্যান্ডে আগুনের কবলে ৬টি দোকান পুড়ে মহুর্তেই ছাই হয়ে যায়। অথচ মো: রুবেলের দোকানের তাকে থাকা ১০ টি কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ কোরআন শরীফের মধ্যে পাশের সাদা কাগজ পুড়ে গেলেও আরবী হরফে লেখা অক্ষরগুলোর কোন ব্যতয় হয়নি। অবিকল রয়েছে। যা দেখতে শত শত মানুষ ভীড় জমায়।

শুক্রবার জুমার প্রাক্কালে দেখতে আসা এমনই একজন পৌরসভার বাসিন্দা ষাটর্ধ্ব মো: নুরুল ইসলাম তার সরল মন্তব্য ‘কোরআনই শ্রেষ্ঠ’।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।