AmaderBarisal.com Logo

নুসরাত হত্যার প্রতিবাদে বরিশালে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

১৩ এপ্রিল ২০১৯ শনিবার ৪:৪৯:৩৩ অপরাহ্ন

নুসরাত হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ মিছিল

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসারছাত্রী  নুসরাত জাহান রাফি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ মিছিল করেছে।

আজ শনিবার সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশের ইউনাই‌টেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি, বরিশাল গণনাট্য সংস্থা, স‌ম্মি‌লিত নারী ও শিশু প্র‌তি‌রোধ আন্দোলনসহ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর কমিটি মানববন্ধন এবং প্র‌তিবাদ মিছিল করেছে।

বাংলাদেশের  ইউনাই‌টেড  কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি ও গণনাট্য সংস্থা যৌথভাবে মানববন্ধনসহ প্র‌তিবাদ মিছিল করে। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই দাবিতে দুপুর ১২টায় স‌ম্মি‌লিত নারী ও শিশু প্র‌তি‌রোধ আ‌ন্দোলন ব‌রিশা‌লের ব্যানা‌রে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

এদিকে নুসরাতের হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল মহানগর মানবাধিকার কমিশন।

এছাড়া সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থী‌দের ব্যানারে সরকা‌রি ব্রজ‌মোহন (বিএম) ক‌লে‌জ ক্যাম্পা‌সে নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল করা হয়েছে।

কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার ইতিমধ্যেই নুসরাত হত্যার বিচারের বিষয়ে অনেক আন্তরিকতা দেখিয়েছে। কোন দুস্কৃতিকারী যাতে নুসরাত হত্যার বিচার বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দৃষ্টান্তমূলক বিচার হলে সমাজে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। সারা দেশে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।