AmaderBarisal.com Logo

বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার শাহাবুদ্দিন খানের দায়িত্ব গ্রহণ


আমাদেরবরিশাল.কম

১৩ এপ্রিল ২০১৯ শনিবার ৫:০০:৪৭ অপরাহ্ন

বরিশাল মেট্রোপলিটন পুলিশে  নতুন কমিশনার শাহাবুদ্দিন খানের দায়িত্ব গ্রহণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ডিআইজি শাহাবুদ্দিন খান । শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে শাহাবুদ্দিন খান কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী ও মুন্সিগঞ্জে পুলিশ সুপার, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও অপারেশন) এবং র‌্যাব-৪, র‌্যাব – ১০ ও র‌্যাব- ১২ এর কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া একাধিকবার বসনিয়াসহ বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনেও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।