AmaderBarisal.com Logo

স্বাস্থ্যসেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে : প্রতিমন্ত্রী জাহিদ ফারুক


আমাদেরবরিশাল.কম

২০ এপ্রিল ২০১৯ শনিবার ৪:৩৮:৪৪ অপরাহ্ন

জাহিদ ফারুক শামীম

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে উন্নত সেবা।

তিনি বলেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগে মানুষ চিকিৎসাসেবা নিতে গ্রাম থেকে শহরে আসত। কিন্তু এখন আর শহরে আসতে হয় না। কমিউনিটি ক্লিনিক ধনী-দরিদ্র সবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে চিকিৎসা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে এ সময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক ডা. আজিজ রহিম, উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞাসহ অন্যরা উপস্থিতি ছিলেন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।