AmaderBarisal.com Logo

ভোলায় ঢালচর-চরপাতিলা প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ২১ হাজার মানুষ


আমাদেরবরিশাল.কম

৩ মে ২০১৯ শুক্রবার ২:২৪:০০ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে ভোলার আকাশ কালো মেঘে আচ্ছন্ন। সকাল পৌনে ৯টার দিকে কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও পরে আবার রোদ বের হয়। এরপর বেলা পৌনে ১১টার দিকে আকাশে কালো হয়ে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।

এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভোলার ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের প্রায় ২১ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ভোলার চরফ্যাশনের চরপাতিলা ও ঢালচরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফুট পানি উঠায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বেলা ১১টার পর এসব এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্যে নিশ্চিত করা হয়।

অতি জোয়ারে কুকরী-মুকরী বাঁধের বাইরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন, বন বিভাগের বিট অফিসার সাইপুল ইসলাম।

ভোলা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোর থেকে আকাশে কালো মেঘ ছিল। সকালে প্রথম দফা কিছু সময় বৃষ্টি হয়। এরপর আবারও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাস রয়েছে। সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।