AmaderBarisal.com Logo

রোলারের চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

৫ মে ২০১৯ রবিবার ৪:৩৬:০৯ অপরাহ্ন

patuakhali-news-map পটুয়াখালী সংবাদ মানচিত্র

বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে রোলারের চাপায় পিষ্ট হয়ে রাফিয়া খাতুন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা সারে ১১টার দিকে উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাফিয়া ওই গ্রামের জামাল খানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া বন্দরের পূর্ব কালাইয়া গ্রামের বেরিবাঁধ সড়কের নির্মাণ কাজ চলছে। ঘটনার দিন বেলা সারে ১১টার দিকে রোলার দিয়ে সড়কের কাজ চলাকালীন সময়ে চালক রোলার পিছনের দিকে চালাচ্ছিল।

এমন সময় সড়কের ওপর দিয়ে হেটে যাচ্ছিল শিশু রাফিয়া। চলকের অসাবধানতা বশত রোলারের নীচে পড়ে গিয়ে মাধাসহ শরীরের অর্ধেক অংশ সড়কেই পিশে যায় রাফিয়ার। প্রত্যক্ষদর্শীরা রোলারের চালকে ধারার চেষ্টা করলে সে মটরসাইকেল যোগে পালিয়ে যায়।

বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশু রাফিয়ার লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।