AmaderBarisal.com Logo

চট্টগ্রাম বন্দরে ট্রলি চাপায় ভোলার শ্রমিক নিহত


আমাদেরবরিশাল.কম

১২ মে ২০১৯ রবিবার ৪:৫৯:৪০ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সময় ট্রলি গাড়ির চাপায় আলী আজগর (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দরের এক নম্বর ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দুপুর দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় আলী আজগরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তার বাড়ি ভোলা জেলায়।

আলী আজগরকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী মোহাম্মদ হানিফ। তিনি জানান, আলী আজগর বন্দরের ১ নম্বর ইয়ার্ড কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি তাকে চাপা দেয়। -বাংলা ট্রিবিউনসম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।