AmaderBarisal.com Logo

নার্স হত্যাকারীদের শাস্তির দাবি বরিশালে


আমাদেরবরিশাল.কম

১২ মে ২০১৯ রবিবার ৫:০২:৪৫ অপরাহ্ন

নার্স হত্যাকারীদের শাস্তির দাবি বরিশালে

সিনিয়র স্টাফ নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অভিযুক্তদের কঠোর বিচার চেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

রবিবার সকালে ‘হত্যা, ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বরিশাল সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি।

জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রাণী চক্রবর্তী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, কাজী এনায়েত হোসেন শিবলু প্রমুখ।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।