AmaderBarisal.com Logo

আ. লীগ সরকার জনগণের জন্য আতঙ্কের : গয়েশ্বর


আমাদেরবরিশাল.কম

১৩ মে ২০১৯ সোমবার ৫:১৩:২৮ অপরাহ্ন

আ. লীগ সরকার জনগণের জন্য আতঙ্কের : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য আতঙ্কের। এ সরকার জনবান্ধব সরকার নয়, আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ঝূর্ণিঝড় ফণী’র মতোই ভয়ংকর হিসেবে চিহ্নিত হয়েছে। ঘূর্ণিঝড়ের মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বাধাঘাটা এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।

ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল আজ সেখানে যান।

এর আগে পাথরঘাটা থেকে সড়ক পথে বলেশ্বর নদের তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরচাপায় দাদি-নাতির মৃত্যুতে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নাতি জাহিদুলের বাবা ইব্রাহিমের সাথে কথা বলেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেন।

চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মো: মজিবুর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।