AmaderBarisal.com Logo

দৌলতখানে রেনু পোনাসহ আটক ৪


আমাদেরবরিশাল.কম

১৩ মে ২০১৯ সোমবার ৫:৫১:১২ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র

ভোলার দৌলতখান উপজেলায় ১ লাখ অবৈধ বাগদা রেনু পোনাসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।

আজ সোমবার সকালে ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়নের মেঘনা নদীর তীর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রেনু শিকারের কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মো: জুয়েল (৩০), মো: চুন্নু (৩৫), সিরাজ (৩৩) ও আব্দুল খালেক (৪০)। এদের মধ্যে জুয়েল সৈয়দপুর ও বাকিরা ভরানীপুর ইউনিয়নের বাসিন্দা।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন বাসস’কে জানান, এসব বাগদা পোনা ধরে আটককৃতরা বিক্রির উদ্দেশ্যে সদরে আনার প্রস্তুতি নিচ্ছিল। তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়েছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।