AmaderBarisal.com Logo

কলাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৪ মে ২০১৯ মঙ্গলবার ৪:৫৫:৪১ অপরাহ্ন

patuakhali-news-map পটুয়াখালী সংবাদ মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া ॥ রেক্সোনার (২৫) নামের এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পুর্ব বাদুরতলী গ্রামের নিজ বাড়ি থেকে রেক্সোনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গলায় ফাঁশ লাগিয়ে রেক্সোনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত গৃহবধূর ছয় বছরের ছেলে জুনায়েদ জানায়, তার বাবায় মাকে রাতে গালি (খামার) দেয়। নিহতের স্বামী শাহীন খান এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দিয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।