AmaderBarisal.com Logo

বেতাগীতে কোরআন তেলাওয়াত ও আযান প্রতিযোগিতা


আমাদেরবরিশাল.কম

১৬ মে ২০১৯ বৃহস্পতিবার ৫:৩৯:২৭ অপরাহ্ন

প্রতিযোগিতা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি ::: বেতাগীতে ‘কোরআনের আলো ঘরে ঘরে জালো’ এ শ্লোগান সামনে রেখে উপজেলার ৪টি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিয়ামতি বায়তুল মোকাররম জামে মসজিদে সিটিজেন ভয়েস ‘কোরআন তেলাওয়াত ও আযান প্রতিযোগীতা -২০১৯ ‘র বাছাই করা হয়।

বৃহাস্পতিবার ( ১৬ মে ) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে বাছাই করা হয়। উন্নয়ন ও গবেষনাধর্মী অন লাইন নিউজ পোর্টাল সিটিজেন ভয়েসের প্রধান সম্পাদক সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নিয়ামতি বায়তুল মোকাররম জামে মসজিদের ঈমাম মাওলানা কাজী মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন, বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সাবেক ইউপি চেয়ারম্যান মো: জবেদ আলী খান, প্রকাশক হৃদয় হোসেন মুন্না ও বার্তা সম্পাদক অলি আহম্মেদ।

বিচারকের দায়িত্ব পালন করেন, নিয়ামতি চামটা কারিমীয়া কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মু: আরিফ রাব্বানী , দারুল উলুম হাফেজিয়া কওমীয়া নুরাণী মাদ্রাসার মুহতামীম হাফেজ মু: সুলতান, ইসলামপুর ইসলামীয়া ইছাহাকীয়া কওমীয়া মাদ্রাসার নায়েবে মুাতামীম হাফেজ মাওলানা আব্দুল্লাহ হাবিবী।

এ সময় কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী মুহা: আব্দুর রহমান, মোহাম্মদা উল্লাহ, মুহাম্মদ জাকারিয়া এবং আযান প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী মুহা: ফেরদৌস , মোহাম্মদা উল্লাহ, ও মুহা: আব্দুর রহমান এই ৬ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। প্রতিযোগীতায় ৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।