AmaderBarisal.com Logo

গৌরনদীতে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

২৫ মে ২০১৯ শনিবার ৫:০৮:৪৮ অপরাহ্ন

গৌরনদীতে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি ::: “ভেজালমুক্ত খাবার চাই, সুস্থভাবে বাঁচতে চাই” শ্লোগানকে সামনে রেখে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংস্থা খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং অলটারন্যাটিভ ইনিশিয়্যাটিভ ফর ডেভেলপমেন্ট (এইড)’র যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সসিডিবি’র এরিয়া ম্যানেজার ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক ডেনিস মারান্ডী, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, নতুন দিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার, কবি সাঈদ বিন ভূইয়া, সিসিডিবির কর্মসূচী কর্মকর্তা সুকল্যান রায়, সাংবাদিক হাসান মাহামুদ, ফোরাম সভাপতি মাধুরী রানী প্রমুখ।

বক্তারা খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।