AmaderBarisal.com Logo

বামনায় ঝুঁকিপূর্ণ ১৫টি গার্ডার ব্রিজ


আমাদেরবরিশাল.কম

১২ জুন ২০১৯ বুধবার ৫:১৬:১৪ অপরাহ্ন

বামনায় ঝুঁকিপূর্ণ ১৫টি গার্ডার ব্রিজ

বামনা প্রতিনিধি . বরগুনার বামনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে অভ্যান্তরীণ যোগাযোগ সহজ করতে উপজেলা প্রকৌশলী দপ্তর প্রায় দুই যুগ আগে ছোট ছোট খালে নির্মান করে গার্ডার ব্রীজ। বামনা উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১৫টি গার্ডার ব্রীজ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে এই ব্রীজ ধসে যেকোন মুহুর্তে ঘটতে পারে প্রাণহানীসহ বড় ধরণের দুর্ঘটনা।

বামনা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে বামনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এ উপজেলায় প্রায় ২০টি গার্ডার ব্রীজ নির্মান করে এলজিইডি।

সরেজমিনে, বামনা উপজেলার বিভিন্ন এলাকাঘুরে দেখা গেছে, তৎকালীন সময়ে নির্মিত ওই গার্ডার ব্রীজ গুলো বর্তমানে চলাচলের অনুপোযোগী অবস্থায় রয়েছে। ব্রীজের নিচে লোহার ভীমগুলো ক্ষয় হয়ে গেছে। কোন কোন ব্রীজের লোহার গার্ডার গুলো মাটিতে ডেবে যাওয়ায় ব্রীজটি যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এছারাও এ অঞ্চলে লবন পানির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লোহার গার্ডার গুলো ক্ষয় হয়ে গেছে। কোন কোন ব্রীজে যানবাহন এমনকি পথচারীরা পারাপার হলেও ব্রীজগুলো দোলনার মতোন দোলে।

বামনা উপজেলার গার্ডার ব্রীজগুলো সম্পর্কে খোলপটুয়া গ্রামের বাসিন্দা মো. মোস্তফা ফকির বলেন, আমি কখনো রামনা বৈকালীন বাজার ব্রীজে এক মুহুর্ত দাড়িয়ে থাকি না। ব্রীজটিতে উঠলেই এটি দুলতে শুরু করে। ফলে ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ভয়ে সহজে এই পথ দিয়ে যাতায়াত করিনা। তবে বামনা উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ন অবস্থায় আছে তালেশ্বর দধিভাঙ্গা ব্রীজটি। এটির গার্ডারের পিলারগুলো দেবে যাওয়ায় যানবাহন এমনকি পথচারীদের মনে সব সময় আতংক বিরাজ করে।

বামনা উপজেলার চারটি ইউনিয়নের ঝুঁকিপূর্ন গার্ডার ব্রীজ গুলো হলো, সদর ইউনিয়নের পূর্ব সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনের ব্রীজ, গাজীর পুল নুরয়ানী মাদ্রাসা সংলগ্ন ব্রীজ, মা শাহাভানু ফাউন্ডেশনের ব্রীজ, আলীর পুল, সোনাখালী বাজার ব্রীজ, বুকাবুনিয়া ইউনিয়নের বুকাবুনিয় বাজার সংলগ্ন বুকাবুনিয়া দেবত্র সংযোগ ব্রীজ, চলিতাবুনিয়া দেবত্র সংযোগ ব্রীজ, তালেশ্বর-দধিভাঙ্গা সংযোগ ব্রীজ, যাদবপুড়া ব্রীজ, ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা বাজার হয়ে উত্তরকাকচিড়া সড়ক ব্রীজ, জোমাদ্দার বাড়ী ব্রীজ, ভাইজোড়া সরদার বাড়ী ব্রীজ, রামনা ইউনিয়নের সড়ক ও জনপথ বিভাগের নির্মিত খোলপটুয়া বাজার ব্রীজ, রামনা বৈকালীন বাজার ব্রীজ ও রামনা শের-ই বাংলা স্কুল সংলগ্ন ব্রীজ ।

এ ব্যপারে এলজিইডি বামনা উপজেলা প্রকৌশলী মীর আখতারুজ্জামান বলেন, তালেশ্বর-দধিভাঙ্গা সংযোগ ব্রীজটি অধীক ঝুঁকিপূর্ন। এই ব্রীজটি পুনরায় নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য গার্ডার ব্রীজ গুলোর ঝুঁকিপূর্ণ কতটুকু এ ব্যাপারে খোজ খবর নেওয়া হচ্ছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।