AmaderBarisal.com Logo

বিএনপি নেতা এখন মাদক ব্যবসায়ী


আমাদেরবরিশাল.কম

১৯ জুন ২০১৯ বুধবার ৫:৩৪:১১ অপরাহ্ন

বিএনপি নেতা এখন মাদক ব্যবসায়ী

বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে এক হাজার ১০০ পিস ইয়াবাসহ বিএনপির সাবেক নেতা দুলাল শরীফকে (৩৬) আটক করেছে পুলিশ।

বুধবার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক দুলাল শরীফ পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী এলাকার মৃত ইউনুস শরীফের ছেলে। তিনি গৌরনদী পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক।

আটক দুলাল শরীফ পুলিশের জিজ্ঞাসবাদে জানান, তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ক্ষমতা বদল হলে তার বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা হয়। এ সময় তিনি ঢাকায় চলে যান। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স চালান। ঢাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, দুলাল শরীফ গৌরনদী, আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।