ফরম পূরণসহ বিভিন্ন খাতে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল সাড়ে ১০টায় কলেজের স্নাতক ৩য় বষের্র শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলেজের জিরো পয়েন্ট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন করেন তারা।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম পূরণের নির্ধারিত ফি এর বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্রছাত্রী সংসদ ফি, লাইব্রেরি ফি, পরিবহন ফি, অধিভূক্ত ফি, অত্যাবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হয়। এসব খাতে ফি নেয়া হলেও এর কোন দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ে না। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফেসবুকে ‘ফ্রেন্ড’, সাড়ে ৪ মাস পর কিশোরী উদ্ধার
প্রফেসর হানিফের মরদেহে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা