AmaderBarisal.com Logo

বিএম কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

৩০ জুন ২০১৯ রবিবার ৪:৪৪:১০ অপরাহ্ন

bm-college-building-logo বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাস
ফাইল ছবি

ফরম পূরণসহ বিভিন্ন খাতে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।  

রবিবার সকাল সাড়ে ১০টায় কলেজের স্নাতক ৩য় বষের্র শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলেজের জিরো পয়েন্ট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন করেন তারা।  

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম পূরণের নির্ধারিত ফি এর বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্রছাত্রী সংসদ ফি, লাইব্রেরি ফি, পরিবহন ফি, অধিভূক্ত ফি, অত্যাবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হয়। এসব খাতে ফি নেয়া হলেও এর কোন দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ে না। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।   



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।