AmaderBarisal.com Logo

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার ৪:৫০:৩৫ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্র

নগরীর বাজার রোড এলাকার হক মিষ্টান্ন ভান্ডারের চতুর্থ তলার ভাড়াটিয়া বাসা থেকে বৃহস্পতিবার সকালে বিশ্বজিৎ দাস বিশু (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

নিহত যুবক স্থানীয় বাবুল দাসের পুত্র। তিনি নগরীর নৌবন্দরের দ্বিতল লঞ্চ ঘাটের কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুর মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিমল চন্দ্র দাস জানান, তার মেঝ মেয়ের জামাতা বিশ্বজিৎ দাস বিশু লঞ্চ ঘাটে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আর তার মেয়ে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে চাকরি করেন। দুই সন্তান নিয়ে তারা বাজার রোড এলাকার ভাড়া বাসায় থাকতো।

বৃহস্পতিবার সকালে তার মেয়ে অফিসে যাবার জন্য ঘুম থেকে জেগে বিশুকে খুঁজে পাচ্ছিলো না। পরে পাশের রুমের জানালা দিয়ে দেখতে পায় বিশু ভেতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

কোতয়ালি মডেল থানার এসআই সাইদুল হক জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।