AmaderBarisal.com Logo

পদ্মা সেতু নিয়ে গুজব, ভোলায় একজন আটক


আমাদেরবরিশাল.কম

১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার ৪:০৬:০০ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভোলার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।

আটক ব্যক্তির নাম আবদুস শহিদ হাওলাদার। তিনি উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর নিউটন এলাকার বাসিন্দা।

এসপি সরকার মোহাম্মদ কায়সার জানান, পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগবে, এমন গুজব ছড়ানোর অভিযোগে চরফ্যাশন থেকে আবদুস শহিদ হাওলাদারকে আটক করা হয়েছে। আবদুস শহিদ হাওলাদার দীর্ঘদিন ধরেই এ ধরনের গুজব ছড়িয়ে আসছেন। এরই মধ্যে এ বিষয়ে ভোলায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন দুবাই থাকেন। বাকিদের আটকের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

এসপি কায়সার আরো জানান, এই গুজবের ফলে শিশুদের স্কুলে উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে। এ ছাড়া আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এজন্য সবাইকে গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিন মাহমুদ উপস্থিত ছিলেন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।