AmaderBarisal.com Logo

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ১৮ জুলাই


আমাদেরবরিশাল.কম

১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার ৬:০৯:৪১ অপরাহ্ন

bnp-logo-flag বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি পতাকা লোগো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি, সারা দেশে ধর্ষণ, ব্যাংক লুট, গুম-হত্যার প্রতিবাদ ও ঝিমিয়ে পড়া তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করতে ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ করবে দলটি।

নগরীর ঈদগাহ ময়দানে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

সমাবেশের সভাপতিত্ব করবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার। এ সমাবেশ নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছেন। বিভাগীয় এই সমাবেশে ৬ জেলা ও বরিশাল মহানগরের নেতাকর্মীরা অংশ নেবে।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, সমাবেশ করার জন্য ঈদগাহ ময়দানে অনুমোদন চাওয়া হবে। গত বছরের মতো পুলিশ বাধা না দিলে বিশাল জনসভা হবে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।