AmaderBarisal.com Logo

বাবুগঞ্জ-মুলাদীর ৫০০ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান


আমাদেরবরিশাল.কম

২৪ জুলাই ২০১৯ বুধবার ৭:০৯:০০ পূর্বাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্র

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ দলীয় শৃংখলা ও আর্দশে অনুপ্রনিত হয়ে বাবুগঞ্জ-মুলাদী উপজেলার ৫শতার্ধীক নেতাকর্মী জাতীয়পাটিতে যোগদান করেছেন।

বাবুগঞ্জ উপজেলার ওয়ার্কার্স পাটির নেতা গোলাম কিবরিয়া তালুকদার ও মুলাদী পৌরসভার আলীগের সাধারণ সস্পাদক কবির হোসেন.পৌরসভার ৬নং ওয়াডের ওলামালীগের সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি সালাম ঢালী,পৌরসভার ছাত্রদলের সভাপতি কবির হোসেন মোল্লাসহ বিভিন্ন দলের পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয়পার্টিতে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকাল ৫টায় বাবুগঞ্জ উপজেলা জাতীয়পার্টির কার্যালয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর হাতে ফুলের তোড়া দিয়ে দুই উপজেলার বিভিন্ন দলের পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়পাটির সভাপতি মকিতুর রহমান কিসলু,কেন্দ্রীয় যুবসংহতি সদস্য ফায়জুল হক সুমন,,জাপা নেতা শফিউল আযম শফিক, মুলাদী উপজেলার জাতীয়পাটির সভাপতি হারুন অর রশিদ খান,সাধারন সস্পাদক আরিফ হোসেন,অধ্যক্ষ মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী)আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু যোগদানকারীদের উদ্দেশ্যে বলেন জাতীয়পার্টির আদর্শকে ধারন করে রাজনীতিতে ভুমিকা রাখতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। জাতীয়পার্টি কেন্দ্রের নির্দেশনা পালনে কাজ করতে হবে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।