AmaderBarisal.com Logo

ঈদের আগেই খালেদার মুক্তি দাবি সেলিমার


আমাদেরবরিশাল.কম

২ আগস্ট ২০১৯ শুক্রবার ১:৩৭:১৭ অপরাহ্ন

সেলিমা

আসন্ন ঈদুল আজহার আগেই বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেছেন, ‘গণতন্ত্রের নেত্রী’কে মুক্তি দেওয়া না হলে এরজন্য যদি কোথাও বিশৃঙ্খলা দেখা দেয় সে দায়ভার সরকারকে নিতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘চেতনা বাংলাদেশ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে’ এক আলোচনা সভায় সেলিমা এ কথা বলেন।

বরিশালের এ নেত্রী বলেন, আজ দেশে আইয়ামে জাহেলিয়াতের মতো শাসন চলছে। অন্যায়-অবিচার চললেও এর প্রতিবাদ করা যাবে না। আমাদের ডেঙ্গু সচেতনতা বিষয়ে র‌্যালি হওয়ার কথা থাকলেও সরকার তা হতে দেয়নি। অথচ তারা নিজেরা ব্যর্থ হওয়ার পরও কেউ সহযোগিতা করতে চাইলেও তা করার সুযোগ নেই।

চেতনা বাংলাদেশের সভাপতি শামীমা রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন, যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ প্রমুখ।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।