AmaderBarisal.com Logo

ডেঙ্গু নিয়ে রাজনীতি নয় :তোফায়েল


আমাদেরবরিশাল.কম

১০ আগস্ট ২০১৯ শনিবার ৪:৪৯:৩০ অপরাহ্ন

তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বব্যাপী ডেঙ্গুতে কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে। ফিলিপাইনের মতো দেশে ১ লক্ষ ২০ হাজার লোক আক্রান্ত হয়েছে। ৫ শত লোক মারা গেছে। দলমত সকলে সেখানে ঐক্যবদ্য হয়েছে। নিকারাগুয়াতে জরুরী অবস্থা ঘোষণা করেছে। ফলে ডেঙ্গু নিয়ে রাজনীতি নয়|

আজ শনিবার বেলা ১১ টায় ভোলা জেলা পরিষদ হল রুমে ভোলা চেম্বার, ডে ক্রিসেন্ট ও সিভিল সার্জন এর যৌথ উদ্দ্যোগে ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তদান কর্মসূচী উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

ভোলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতির আবদুল মমিন টুলুর সভাপতিত্বে রক্তদান কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল , যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আজিজুল ইসলাম। এসময় রেডক্রিসেন্ট কর্মীরা সেচ্ছায় ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্তদেন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।