Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারী ২৪, ২০২০ ৫:০৯ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, বরিশাল সদর, সংবাদ শিরোনাম » বরিশালে ৬০ কিমি বেগে ঝড়সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার ৫:৩৪:৩৩ অপরাহ্ন
Print this E-mail this

বরিশালে ৬০ কিমি বেগে ঝড়সহ ভারী বৃষ্টির পূর্বাভাস


সাগরে লঘুচাপ: বরিশালসহ দক্ষিণাঞ্চলে আসছে আরো ঝড়-শিলাবৃষ্টি
ফাইল ফটো

অনলাইন ডেস্ক ::; চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার সতর্ক বার্তায় আবহাওয়া অধিদফতরের পরিচালকের পক্ষ থেকে এ বার্তা দিয়েছেন আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন।

সমুদ্রে সতর্কতা নামলেও দেশের কিছু অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদী বন্দরের সতর্ক বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার রাত ১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আর মঙ্গলবার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও খুলনা বিভগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলা, আটক ১
জেলেদের জালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ
বরিশালে এসএসসি পরীক্ষায় বসছে এক লাখ পরীক্ষার্থী
নদ-নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
প্রধানমন্ত্রী বিশ্বাস করেন কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে: গণপূর্তমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৪

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: [email protected]