AmaderBarisal.com Logo

বরিশালে কমেছে ডেঙ্গু রোগী


আমাদেরবরিশাল.কম

১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার ২:০৮:২৪ অপরাহ্ন

শেবাচিম পরিচালক ডাঃ সেলিম ওএসডি

অনলাইন ডেস্ক ::: বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা কমতে শুরু করেছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৭ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৬ জন। সোমবার (৯ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডেঙ্গু রোগী কমে আসতে শুরু করেছে। তবে সেপ্টেম্বরের পর এই রোগীর সংখ্যা অনেকটা কমে আসবে মনে করেন তিনি।

এদিকে বিভাগীয় শহর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। এছাড়া ওই ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন ১৯ জন। বর্তমানে এ হাসপাতালে ভর্তি আছেন ১১৩ জন। এর মধ্যে পুরুষ রোগী ৫৫ জন, মহিলা ৩৩ ও শিশু ২৫ জন।

হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানিয়েছেন, গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বিদায় নিয়েছেন ২০৩২ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।