বরিশালে ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু
অনলাইন ডেস্ক ::; বরিশাল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিহাদ নামে (১৪) অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন।
জিহাদ বরিশালের মুলাদি উপজেলার চর লক্ষীপুর গ্রামের হারুন আহমেদের ছেলে।
জানা যায়, বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয় জিহাদ। এরপর তাকে গ্রামের পল্লী চিকিৎসকের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এতে দিন দিন তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। মঙ্গলবার তার অবস্থা খুব বেশি খারাপ হলে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
ডা. মো. বাকীর হোসেন বলেন, গত ১০ সেপ্টেম্বর, সকাল ১০টায় জিহাদকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার কোন উন্নতি হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |