AmaderBarisal.com Logo

ভোলায় নিখোঁজ দোকান কর্মচারীর লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৬ অক্টোবর ২০১৯ রবিবার ৫:১৫:০২ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র

অনলাইন ডেস্ক ::: ভোলায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে মো. জামাল (৪০) নামের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (০৬ অক্টোবর) সকালে দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর কুমরী গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দিঘলদী গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ঘুইংগার হাট বাজারের ক্যাপে তাজ দোকানের কর্মচারী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, নিহত দোকান কর্মচারী মো. জামাল শনিবার দুপুর ১২টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখঁজি করেও সন্ধান পাইনি। পরে রবিবার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।