AmaderBarisal.com Logo

রেকর্ড গড়ার মিশনে আজ মাঠে নামছে টাইগাররা


আমাদেরবরিশাল.কম

৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার ২:০৭:০৪ পূর্বাহ্ন

bangladesh-india-match মুস্তাফিজের তোপে ২০০ রানে অলআউট ভারত
ফাইল ফটো

খেলাধূলা ডেস্ক ::: আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বাংলাদেশ সময় সাড়ে সাতটায় রাজকোটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল।

আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশের একাদশ (সম্ভাব্য): লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে বা সঞ্জু স্যামসন, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, সার্দুল ঠাকুর/খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহল।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।