![]() বরিশালের আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ লাখ মানুষ
৯ নভেম্বর ২০১৯ শনিবার ৭:৪৪:৩০ অপরাহ্ন
![]() অনলাইন ডেস্ক::: ঘূণিঝড় ‘বুলবুল’ মোকাবিলা ও প্রাণহানি রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। ইতোমধ্যে বরিশালের উপকূলের ২৪৩৬ আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ লাখ মানুষ অবস্থান করছে। শনিবার (০৯ নভেম্বর) সকাল থেকে বরিশাল বিভাগের আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে সেখানে গবাদি পশু নিয়েও আশ্রয় নিয়েছেন। এদিকে পটুয়াখালী জেলায় আটঘাট বেধে মাঠে নেমেছে প্রশাসন। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার ৬৮৯টি আশ্রয় কেন্দ্রে দুর্গম এলাকার জানমাল রক্ষায় মোট ৪ লাখ ৫৯ হাজার ৮৬৭ জন মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এছাড়া ঝালকাঠিতে চার হাজার এবং ভোলায় প্রায় আড়াই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||