বরিশালে ১৮ মণ জাটকা জব্দ
অনলাইন ডেস্ক::: বরিশালে পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (20 নভেম্বর) দিনগত রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকা ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
এর মধ্যে বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. জামালের নেতৃত্বে অভিযান চালিয়ে নৌকা থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়।
অপরদিকে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে আট মণ জাটকা জব্দ করা হয়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |