অনলাইন ডেস্ক:::ঝালকাঠিতে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
আজ রবিবার (০১ ডিসেম্বর) দুপুরের পর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, দুটি গাড়িতে তুরস্কের পেঁয়াজ বিক্রির
জন্য আনা হয়। খবর পেয়ে ক্রেতারা ভিড় জমায়। জনপ্রতি এক কেজি করে ৪৫ টাকায়
পেঁয়াজ দেওয়া হচ্ছে ক্রেতাদের। টিসিবির দুইজন ডিলারকে দিয়ে এ পেঁয়াজ বিক্রি
করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। ভিরের কারণে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন
ক্রেতারা। প্রথম দিনে সুমন স্টোর ও মনোজ স্টোর নামে দুই ডিলারকে চারটন
পেঁয়াজ বিক্রির জন্য দেওয়া হয়েছে। এগুলো বিক্রি শেষ হলে তাদের আবারো নতুন
পেঁয়াজ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)