Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২০ ১০:২০ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » পিরোজপুর, পিরোজপুর সদর, মঠবাড়িয়া, সংবাদ শিরোনাম » মঠবাড়িয়ার সড়কে মুক্তিযোদ্ধাসহ নিহত ৩
৮ ডিসেম্বর ২০১৯ রবিবার ৪:২৩:১১ অপরাহ্ন
Print this E-mail this

মঠবাড়িয়ার সড়কে মুক্তিযোদ্ধাসহ নিহত ৩


মঠবাড়িয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষ, মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় চরখালী-মঠবাড়িয়া সড়কের মুসুল্লীবাড়ি নামক স্থানে আজ রোববার (০৮ ডিম্বের) সকালে ঈগল পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ তিন ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার (৬৪), একই গ্রামের ইউনুচ মোল্লার ছেলে ইজিবাইক চালক মো. বেলায়েত হোসেন(৪৫) এবং অজ্ঞাত এক যাত্রী (২৭)।

এসময় গোলাম হোসেন বাচ্চু (৩৬) ও সাইফুল ইসলাম(৩২) নামে আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহত বাচ্চু মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদারের ছেলে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ঈগল পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪৭৩-২২) বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহন বাসটি রোববার সকালে মঠবাড়িয়া-চরখালী সড়কের মুসল্লীবাড়ি নামক স্থানে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস এসে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দুইজনকে মৃত্যু ঘোষণা করে এবং গুরুতর আহত দুইজনকে বরিশাল হাসপাতালে রেফার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের স্বজনদের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই নদীর ভাঙনে দিশেহারা বরিশাল সদরের ৬ এলাকায় বাসিন্দারা
দেশে গত ২৪ ঘন্টায় ২৮৫১ জন সহ করোনা শনাক্ত ছাড়ালো আড়াই লাখ
বিভাগ বরিশাল করোনার দেড়শ দিনঃআক্রান্ত ৬১০৩ জন,মৃত্যু ১২৩ এবং সুস্থ ৪০২৪ জন
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ৫ জনের মৃত্যু
ভোলায় জোয়ারের নিম্নাঞ্চল প্লাবিত, স্কুলসহ ক্ষতিগ্রস্ত কয়েকশ’ পরিবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com