ইয়াবাসহ ভাই-বোন আটক
অনলাইন ডেস্ক::: ঝালকাঠির রাজাপুরে ১৭০পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২০) ও লোপা আক্তার (২৭) নামে দুই ভাই-বোনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) রাতে উপজেলার পুটিয়াখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন।
আটক সাদ্দাম ও লোপা উপজেলার পুটিয়াখালী গ্রামের মো. শাহজাহানের সন্তান।
ওসি জানান, চট্টগ্রাম থেকে রাজাপুরে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুটিয়াখালী গ্রামে অভিযান চালালে সাদ্দাম ও লোপাকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১৭০ পিস ইয়াবা পাওয়া যায়।েএ ঘটনায় শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আজ রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |