গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক::: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে শাহনাজ আক্তার(২০) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকার একটি ভাড়াটে বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে চরমোন্তাজ গ্রামের জেলে শামীম খানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রায় সাত মাস আগে চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের জেলে শামীম খানের সঙ্গে উত্তর চরমোন্তাজ গ্রামের শাহনাজের বিয়ে হয়। তারা বাসা ভাড়া নিয়ে স্লুইস বাজারে বসবাস করছিলেন।
আজ দুপুরের দিকে ঘরের আড়ার সঙ্গে শাহনাজের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ বলা যাবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |