নলছিটিতে যুবকের আত্মহত্যা
অনলাইন ডেস্ক::: ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফিরোজ আলম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে বাড়ির পাশে একটি বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজ আলম শনিবার রাতে পরিবারের সদস্যদের
সঙ্গে ঝগড়ার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তিনি আর বাড়িতে না ফেরায়
স্বজনরা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বাগানে একটি
গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |