AmaderBarisal.com Logo

পাথরঘাটায় র‌্যাফেল ড্র’র ১৩ গাড়ি জব্দ


আমাদেরবরিশাল.কম

২৫ জানুয়ারি ২০২০ শনিবার ৫:২০:১৭ অপরাহ্ন

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্র

অনলাইন ডেস্ক::: বরগুনার পাথরঘাটায় র‌্যাফেল ড্র’র ১৩টি প্রচার গাড়ি জব্দ করে পাথরঘাটা থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ শনিবার (২৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাইকে প্রচার করার সময় আটক করেছে।

স্থানীয়রা জানান, স্থানীয় বাণিজ্য মেলা’র র‌্যাফেল ড্র যেই এলাকায় চলবে সেই এলাকায় প্রচার করতে পাবে। কিন্তু তারা তাদের স্থানীয় ভাবে প্রচার না করে পাথরঘাটায় উপজেলায় ১৩টি গাড়ি এসে র‌্যাফেল ড্রর লটারি বিক্রি করে।

তারা আরো জানান, জেলা প্রশাসনের কাছ থেকে বাণিজ্য মেলা অনুমতি নিলেও তারা অন্য উপজেলায় (পাথরঘাটা) এসে লটারি বিক্রি করে। এ জন্য তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, স্থানীয় মিলন নামের এক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার স্থানীয় বাণিজ্য মেলার দৈনিক স্বপ্নতরী র‌্যাফেল ড্র’র ১৩টি গাড়ি থানায় রাখা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি জাহাঙ্গীর কবির মুঠোফোনে জানান, আমরা জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েই এ মেলার আয়োজন করেছি। এটি গোটা জেলা ব্যাপি প্রচার-প্রচারণা করতে পারবে। লটারী বিক্রির সময় যারা গাড়ি আটক করেছে তাদের ক্ষতি পুরণতো দিতেই হবে এবং তাদের বিরুদ্ধে মামলাও করবো।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের জানান, গাড়ি আটকের বিষয়ে আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।