![]() জঙ্গি নিয়ন্ত্রনে বিশ্বে মডেল বাংলাদেশ : আইজিপি
১০ ফেব্রুয়ারী ২০২০ সোমবার ৬:২০:৩২ অপরাহ্ন
![]() অনলাইন ডেস্ক::: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সারা পৃথিবীতে বাংলাদেশ মডেল হিসেবে পরিচিত। জঙ্গিবাদ নির্মূল হয়েছে সারা পৃথিবীতে এটি কেউ দাবি করতে পারবে না, তবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে। বাংলাদেশ থেকে কার্যকরীভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি কাজী ইকবাল, সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||