AmaderBarisal.com Logo

গলাচিপায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব


আমাদেরবরিশাল.কম

১২ ফেব্রুয়ারী ২০২০ বুধবার ৬:৪৮:৪০ অপরাহ্ন

patuakhali-news-map পটুয়াখালী সংবাদ মানচিত্র

অনলাইন ডেস্ক::: পটুয়াখালীর গলাচিপায় শিশুরা ব্যাপকহারে বমি, পাতলা পায়খানা ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বমি, পাতলা পায়খানা ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে।

বেশিরভাগ রোগীই বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত শিশু। কিছু শিশুর বমির সঙ্গে রক্তক্ষরণ হচ্ছে। তবে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব এখন কিছুটা কম। 

রোগাক্রান্ত শিশুদের মায়েরা বলছেন, শিশুরা ঘনঘন বমি ও পাতলা পায়খানার কারণে দুর্বল হয়ে পড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন ধরনের কোনো ভাইরাসজনিত রোগের কারণে হয়তো এটা হচ্ছে বলে তাদের ধারণা। 

এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মো. মোস্তফা সিকদার বলেন, হঠাৎ করে শিশুদের বমি ও পাতলা পায়খানার প্রাদুর্ভাব চরম আকার ধারণ করেছে। এটা হয়তো নতুন ধরনের ভাইরাসজনিত রোগ।সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।