Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২০ ৩:৩৮ পূর্বাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » চরফ্যাশন, ভোলা » এবার পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন এমপি জ্যাকব
১১ মে ২০২০ সোমবার ১১:০১:০৩ অপরাহ্ন
Print this E-mail this

এবার পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন এমপি জ্যাকব


‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচি’

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

ভোলার চরফ্যাশনে বিভিন্ন শ্রেণীর  ৬শতাধিক পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। 

গতকাল ১১মে সোমবার সকাল ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈঁদগাহ মাঠে উপজেলার ৬শতাধিক বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, ভাড়ায় চালিত মটর সাইকেল, অটো বোরাক, মাইক্রোবাস সহ বিভিন্ন শ্রেণীর পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়া হয়। 

এমপি জ্যাকবের উদ্যোগ ও অর্থায়নে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় করোনা লগডাউনে গত ২৬ মার্চ থেকে প্রায় দেড় মাসাধিক সাড়া দেশে গণপরিবহনসহ অভ্যন্তরীন রুটে লোকাল পরিবহন সমূহ বন্ধ থাকায় কর্মহীন হয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। 

এসকল অসহায় পরিবহন শ্রমিকদের তৃণমূল পর্যায়ে তালিকা করে তাদের মাঝে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় চাল,ডাল,পেয়াজ, তৈল, আলু, ছোলাবুট, চিনি, চিড়া, মুড়ি, গুড়া দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়রম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ।

ইতিপূর্বে এমপি জ্যাকব তার নির্বাচনী এলাকায় অসহায় দুস্থ ২০হাজার মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ,ইমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন পেশাজীবিদের খাদ্য ও আর্থিক সহায়তা দেন। করোনা পরিস্থিতিতে এমপি জ্যাকবের ব্যাতিক্রম কর্মসূচীর মধ্যে সমাজের ভবঘুর মানষিক প্রতিবন্ধি অপ্রকৃতিস্থ ও জীব বৈচিত্র রক্ষায় অভুক্ত কুকুরদের নিয়মিত খাবারের ব্যবস্থা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জলবায়ু পরিবর্তন: পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৮, শনাক্ত ১৫৪০
‘ভেজালমুক্ত খাদ্য যেমন সবাই প্রত্যাশা করে, তেমনি নির্ভেজাল সেবা সবাই প্রত্যাশা করেন’-বিএমপি কমিশনার
কমিটিতে বিতর্কিতদের ঠেকাতে আ’লীগের যাচাই-বাছাই
২০৩০ সালের মধ্যে সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি–প্রধানমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com