AmaderBarisal.com Logo

করোনার প্রভাবে কর্মহীন বাউফলের স্বর্ণের শিল্পীরা


আমাদেরবরিশাল.কম

১৭ মে ২০২০ রবিবার ৬:৩৭:২৪ অপরাহ্ন

কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি।

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার
স্বর্ণশিল্পীরা। টানা প্রায় দুই মাস জুয়েলারী দোকান ও কারখানা বন্ধের
কারনে ভালো নেই এ সকল শিল্পী পরিবার। সরকারী কিংবা বেসরকারী ভাবে
তেমন কোন উল্ল্যেখ যোগ্য সাহায্য না পাওয়ায় শিল্পীদের দিন চলছে
অর্ধাহারে অনাহারে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাংলাদেশ জুয়ের্লাস সমিতির বাউফল শাখার
কমিটিতে ছোট বড় মিলিয়ে প্রায় একশত দশটা জুয়েলারী দোকান রয়েছে।
এদের কারখানায় শতাধিক কারিগর বা শিল্পী রয়েছে । এ সকল র্স্বণ শিল্পীরা
অধিকাংশই কাজের মুজুরীর উপর নির্ভরশীল। সম্প্রতী লকডাউনে কিছু
শিথিলতা আসলেও স্বর্ণের জুয়েলার্স দোকান গুলো পুরোপুরি বন্ধের
ঘোষনা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দির্ঘ দুই মাস বন্ধের
কারনে জুয়েলার্সের স্বর্ণ শিল্পীরা কর্মহীন হয়ের পড়ে।
উপজেলার কালাইয়া বন্দরের স্বর্ণ শিল্পী আনন্দ কর্মকার বলেন, টানা দুই মাস
লকডাউনের কারনে স্বর্ণের দোকান বন্ধ থাকার কারনে আমাদের আয় রোজগার
বন্ধ হয়ে গেছে। ধার-কর্য করে কিছু দিন চললেও এখন আর পারছি না।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাউফল শাখার সাধারন সম্পাদক
কৃষ্ণ কর্মকার বলেন, সমিতির কেন্দ্রীয় কমিটির কাছে উপজেলার কয়েকজন
অসহায় স্বর্ণশিল্পীর তালিকা করে সহায়তা চেয়ে পাঠানো হয়েছে। এ
ছাড়াও মাত্র কয়েকজন শিল্পী জনপ্রতিনিধিদের কাছ থেকে খাদ্য সমাগ্রী
সহায়তা পেয়েছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তিনি সংশ্লিষ্টদের
প্রতি দাবী করে বলেন, যতদিন না পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হবে তত দিন
পর্যন্ত যেন অসহায় এই শিল্পীদের জন্য সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাউফল শাখার সভাপতি সুশান্ত সাহা বলেন,
দেশ জুরে করোনার কারনে দেশের মানুষের আয় বানিজ্যে অনেক ঘাটতি দেখা
দিয়েছে। এ প্রেক্ষাপটে উপজেলার মতন এই মফস্বল এলাকায় স্বর্ণের ব্যবসা
কতটা টিকে থাকবে এ প্রশ্ন এখন সকল স্বর্ণ ব্যবসায়ীদের কাছে।
করোনায় ক্ষতিগ্রস্থ্যদের জন্য সরকার যে প্রনোদনার ঘোষনা করেছেন তা যেন
শহড়েরর মধ্যেই সিমাবদ্ধ না থাকে। দেশের উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের দিকে
যেন সদয় দৃষ্টি থাকে সংশ্লিষ্টদের।
কৃষ্ণ কর্মকার



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।