AmaderBarisal.com Logo

আম্ফান যেতে না যেতেই বরগুনায় আগুন


আমাদেরবরিশাল.কম

২২ মে ২০২০ শুক্রবার ১২:১৩:৪৪ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি।

করোনার কারণে দোকানপাট খুলতে পারেন না সাধারণ দোকানিরা। তার ওপরে গত দুইদিন ধরে সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডব। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা শহরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আট দোকান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও নয় দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরগুনা শহরের বাকালিপট্টি এলাকার একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে আটটি দোকান পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এমন দুঃসময়ে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়া খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।