AmaderBarisal.com Logo

বন বিভাগের উদাসীনতায় বানারীপাড়া-চাখার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে…..


আমাদেরবরিশাল.কম

২২ মে ২০২০ শুক্রবার ৫:৩৭:১৭ অপরাহ্ন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায় উপজেলা বন বিভাগের উদাসীনতায় পৌরসভার ১নং ওয়ার্ড
হয়ে সলিয়াবাকপুর ও  চাখারের সঙ্গে পৌর শহর ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ
ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পথে। দীর্ঘদিন পর্যন্ত ওই সড়কের পাশে বৃহৎ
আকারের বেশ কয়েকটি রেইনট্রি গাছ হেলে পড়ায় স্থানীয়রা বন বিভাগের মাঠ
পর্যায়ের প্রতিনিধিদের কাছে তা কেটে নিতে বললেও তারা  তাদের কথায় কোন
প্রকার কর্ণপাত করেননি। ২০ মে রাতে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে বড়
একটি রেইন্ট্রি গাছ উপরে পড়ে গিয়ে সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আর এতে
বানারীপাড়া পৌর শহরের ১নং ওয়ার্ড হয়ে সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়নের সঙ্গে
সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা
বন সংরক্ষণ কর্মকর্তা তাহিরুল ইসলাম জানান ইচ্ছে করলেই কোন গাছ নিলাম
দেওয়া যায়না। অনেকগুলো স্তর পার হওয়ার পরে জেলা অফিস থেকে গাছের নিলাম
দেওয়া হয়ে থাকে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে  আম্ফানের তান্ডবে
উপড়ে পড়া গাছটি যথদ্রুত সম্ভব অপসারন করে নেওয়া হবে বলেও তিনি জানান।এ
প্রসঙ্গে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান
পবিত্র ঈদ-উল ফিতরের এ মুহুর্তে মানুষের চলাচল নির্বিঘœ করতে উপড়ে পড়া
গাছটি দ্রুত অপসারনের জন্য বন বিভাগ ও ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। এছাড়া
পৌরসভা থেকে সড়কে সৃষ্ট হওয়া গর্তটি ভরাট সহ রাস্তা সংস্কার করে দেওয়া
হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।